দূরবীণ নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আরো ৫০ লাখ লোককে রেশন কার্ডের জন্য তালিকাভুক্ত করা হবে যাতে করে তারা প্রতি কেজি ১০ টাকা করে চাল পেতে পারেন।
সরকার সকল শ্রেণী ও পেশার মানুষকে সহায়তা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে ৫০ লাখ মানুষের জন্য রেশন কার্ড করা আছে, যারা ১০ টাকার চাল পায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি আরো ৫০ লাখ মানুষের রেশন কার্ড করে দেব।’ খবর ইউএনবি’ র ।
বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন শেখ হাসিনা।
৯টি জেলা হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দরিদ্র জনগণের ত্রাণ সামগ্রী বিতরণে প্রশাসনকে সহায়তা করার জন্য প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে পৃথক ত্রাণ বিতরণ কমিটি গঠনে তার দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন।
‘আমাদের প্রশাসন এবং পুলিশ নাম তালিকাভুক্ত করার জন্য আছে। আপনি তালিকা প্রস্তুত করুন এবং তাদের (প্রশাসন ও পুলিশ) সহায়তা করুন যাতে কেউ বাদ না পড়ে এবং ত্রাণ এবং সহায়তা সঠিক লোকের কাছে পৌঁছে যায়,’ বলেন তিনি। #