দূরবীণ নিউজ ডেস্ক :
আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান এবার পরিস্কার ঘোষণা দিয়েছেন, বিদেশী কোনো সশস্ত্র সংগঠনের তৎপরতা চালানোর অনুমতি পাবে না। ইতোমধ্যে এই বার্তা দিয়ে প্রতিবেশী দেশগুলোতে তারা প্রতিনিধি দলও পাঠিয়েছে। প্রতিবেশি দেশগুলোর সাথে সুসম্পর্ক জোরদার করতে চায় তালেবানরা।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালে সোমবার প্রকাশিত এক সাক্ষাতকারে তালেবানের এক জ্যেষ্ঠ নেতা এই কথা বলেন।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, কাতারে তালেবান দফতরের প্রধান শেখ আবদুল হাকিমকে দলের শীর্ষ নেতারা চীন, ইরান, রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর সাথে অবিলম্বে যোগাযোগ স্থাপনের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘রাশিয়া, চীন ও ইরানসহ কিছু দেশের আফগানিস্তানে তাদের দেশীয় সশস্ত্র যোদ্ধাদের আশ্রয়ের বিষয়ে আপত্তি রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছি কোনো দেশের বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে আমরা আমাদের মাটিকে বিদেশী সশস্ত্র যোদ্ধাদের ব্যবহার করতে দেবো না।’
ওই নেতা বলেন, ‘চীনারা উইঘুর সশস্ত্র যোদ্ধাদের বিষয়ে উদ্বিগ্ন। আমরা চীনের দূতাবাসের কাছে চিঠি দিয়েছি এবং তাদেরকে জানিয়েছি উইঘুর যোদ্ধাদের বিষয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আমরা স্বীকার করে নিচ্ছি চীন, রাশিয়া, ইরান, মধ্য এশিয়া, আরব বিশ্ব ও পাকিস্তানের যোদ্ধারা আমাদের দেশে রয়েছে। তবে এই যোদ্ধাদের আফগানিস্তানের মাটি থেকে তাদের সশস্ত্র সংগ্রামের তৎপরতা চালাতে দেয়া হবে না।’
তবে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়া এই যোদ্ধাদের তাদের দেশ থেকে বহিস্কার করা হবে না জানান তিনি।
তিনি আরো জানান, কিছু অমুসলিম দেশের মুসলমানদের প্রতি ওই দেশীয় সরকারের আচরণে তারা সন্তুষ্ট নয়। কিন্তু এর বিপরীতে সামরিক তৎপরতার বদলে তারা এই সকল দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে কূটনীতিক তৎপরতায় মনোযোগী হবেন।#