দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রকৌশলী মো. রুহুল মতিন শনিবার (২৯ আগস্ট) সকাল ১০ টা ২৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না —– রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশেন (আইইবি) সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রুহুল মতিনের মৃত্যুতে আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (২৯ আগস্ট) এক শোক বিবৃতিতে তাঁরা মরহুম প্রকৌশলী মো. রুহুল মতিনের আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তাঁরা বলেন, প্রকৌশলী রুহুল মতিন আইইবি’র একাধিকবার সম্মানী সাধারণ সম্পাদক, ভাইস-প্রেসিডেন্টসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি সব সময় আইইবি তথা প্রকৌশলী সমাজের উন্নয়নে কাজ করে গেছেন।
তিনি ছিলেন কিংবদন্তি প্রকৌশলী। তাঁর মৃত্যুতে প্রকৌশলী সমাজের অপূরনীয় ক্ষতি হলো। প্রকৌশলী সমাজে তাঁর অবদান চির স্মরনীয় হয়ে থাকবে। # প্রেস বিজ্ঞপ্তি ।