দূরবীণ নিউজ প্রতিবেদক:
পুরান ঢাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে ‘ঢাকাবাসী’ নামে একটি সংগঠনের ব্যানারে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের উপস্থিতিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে ঢাকাবাসী সংগঠনের নেতারা বলেছেন, ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা মামলা ‘মিথ্যা’। যাফলে এসব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
বক্তারা বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে। তাকে রাজনৈতিকভাবে হেয় করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় গত সোমবার আদালতে দুটি মিথ্যা মামলার আবেদন করা হয়েছে। অবিলম্বে এ মামলার আবেদন খারিজ করে দিতে হবে। যারা ষড়যন্ত্র করছেন রাজপথে তাদের মোকাবিলা করা হবে।
মানববন্ধনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর আলীসহ পুরান ঢাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বাহাদুর শাহ পার্কের সামনে থেকে রায়সা বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়।
এদিকে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানির বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে গত ১১ জানয়ারি কাজী আনিসুর রহমান ও অ্যাডভোকেট সারওয়ার আলম দুইটি মামলা দায়ের করে ছিলেন।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে ওই দুই মামলার আদেশের দিন ধার্য ছিল।
কিন্তু আদালত ওই দুই মামলার আদেশ জারি না করে আগামী ১৯ জানুয়ারি আদেশের তারিখ ধার্য করেছেন।
মামলার আর্জিতে বলা হয়, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিছক হয়রানি ও মানসম্মান ক্ষুন্ন করে দেশ ও সমাজে হেয় প্রতিপন্ন এবং রাজনৈতিক জয়প্রিয়তাকে নস্যাৎ করার উদ্দেশ্যে গত ৯ জানুয়ারি হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে সাঈদ খোকন আক্রমনাত্বক বক্তব্য রাখেন।
ওইদিন ফুলবাড়িয়া মার্কেট-২ এ অবৈধ উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের মানববন্ধনে অংশ নিয়ে মেয়র তাপসের বিরুদ্ধে বক্তব্য রাখেন সাঈদ খোকন। /