দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীল পুরান ঢাকার নাজিরা বাজারে আগুনে পুড়েছে জুতার কারখানা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে এ বিষয়টি জানান, ওই জুতার কারখানায় ৬টা ২৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, নাজিরা বাজারে ওই জুতার কারখানাটি দীর্ঘদিন ধরে চলছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভেতরে থাকা লোকজন দ্রুত বেরিয়ে আসেন। এ সময় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে গুরুত্বপূর্ণ মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।
সন্ধ্যা পৌনে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি।#