সর্বশেষঃ
র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবলে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ‘শেখ বশিরের’ বিরুদ্ধে হত্যা মামলা: বাদী নিশ্চিত নয়, উপদেষ্টা সেখ বশির আসামি বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: ড. মুহাম্মদ ইউনূস গুলশানে রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক বন্যায় ক্ষতবিক্ষত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক , জনভোগান্তি ১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর পদ্মাসেতু থেকে শরীয়তপুর  সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১,৩১,৩৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ‘সরকারি প্রকল্পে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে’
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

পুরনো ঢাকায় বাহাদুর শাহ পার্ক উদ্বোধন করলেন মেয়র খোকন

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, পুরনো ঢাকায় নুতন দিনের সূচনা করতে পেরেছেন। পুরনো ঢাকা এখন বদলে যাওয়া নগরী। তিনি বলেন, নতুন নির্বাচিত মেয়রও অতি চমৎকার মানুষ, আধুনিক ও উদ্দমী মানুষ। উনি পুরনো ঢাকাকে আরো এগিয়ে নেবেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে নব সজ্জিত পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কের উদ্বোধনকালে মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন ।
প্রায় ৬ কোটির অধিক অর্থ ব্যয় করে নব সজ্জিত এ পার্কটি নানা বযসী নাগরিকদের নির্মল বিনোদনে সহায়ক হবে এবং এটি আধুনিকায়নে এলাকাবাসীর সম্মতি নিয়ে শতাধিক নবীন- প্রবীন স্হপতিগন কাজ করেছেন।

এ সময় স্থপতি রফিক আজম, সংরক্ষিত আসনের কাউন্সিলর নাছিমা বেগম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমি জান প্রাণ দিয়ে নগরবাসীর জন্য পার্ক, খেলার মাঠ, রাস্তা ঘাট, সড়ক বাতি উন্নয়নে কাজ করেছি। এগুলোর প্রমাণ এসব কাজের মধ্যেই রয়ে গেছে । নবসজ্জিত এ পার্কটিকে দেখে রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান মেয়ের খোকন।

তিনি বলেন, ‘বেহাল দশায় থাকা এবং নানা অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হওয়া এসব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করতে বিভিন্ন স্থানে নানাভাবে লড়াই করতে হয়েছে। তাই এখন থেকে এসব পার্ক-খেলার মাঠ দেখে রাখার দায়িত্ব আপনাদের।’

মেয়র সাঈদ নব সজ্জিত এ পার্কটিকে দেখে রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন বেহাল হয়ে থাকা এবং নানা অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিনত হওয়া এসব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করতে প্রভাবশালী মহল, আদালত বিভিন্ন স্হানে নানাভাবে লড়াই করতে হয়েছে।

মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘দায়িত্বভার গ্রহণের সময় বলেছিলাম, পুরান ঢাকাকে নতুন রূপে সাজাবো। সেই কাজ অনেকটাই শুরু হয়েছে। আমার মেয়াদের মধ্যেই ২৭-২৮টি মাঠ-পার্ক সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দিতে পারব।’

সাঈদ খোকন বলেন, ‘আমি জান-প্রাণ দিয়ে নগরবাসীর জন্য পার্ক, খেলার মাঠ, রাস্তা-ঘাট, সড়ক বাতি উন্নয়নে কাজ করেছি। এগুলোর প্রমাণ এসব কাজের মধ্যেই রয়ে গেছে। নতুন নির্বাচিত মেয়রও অতি চমৎকার মানুষ, আধুনিক ও উদ্যমী। উনি পুরান ঢাকাকে আরও এগিয়ে নেবেন।’# কাশেম


আপনার মতামত লিখুন :

One response to “পুরনো ঢাকায় বাহাদুর শাহ পার্ক উদ্বোধন করলেন মেয়র খোকন”

  1. সৈয়দ পাপেল মাহমুদ says:

    তিনি এতোদিন কি করেছেন শেষ সময়ে কুইনাইন প্রয়োগ করিতেছেন?

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12