দূরবীণ নিউজ প্রতিবেদক :
রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, পুনরায় রেলওয়ের নিজস্ব কংক্রিট স্লিপার কারখানা চালু করা হবে। রেলওয়ের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রী রেলওয়ের পাথর সরবরাহের পুরনো ও একমাত্র রোপওয়ে সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারী ও পরে রোপওয়ের শেষ প্রান্ত সুনামগঞ্জের ছাতক বাজার কংক্রীট স্লিপার কারখানা পরিদর্শন কালে একথা বলেন।
এ সময় রেলওয়ে মহাপরিচালক মোঃ শামসুজ্জামান, পূর্বের মহাব্যাবস্থাপক মোঃ নাসির উদ্দিন সহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ শরিফুল আলম গণমাধ্যমকে এই তথ্য জানান।
রেলপথ মন্ত্রী বলেন, রেলওয়ের পাথর সরবরাহের একমাত্র মাধ্যম ছিল এই রজ্জু পথ । এটির দৈর্ঘ্য প্রায় ২০ কিলোমিটার। ২০১৩ সাল থেকে এর কার্যক্রম বন্ধ আছে।
রেলপথ মন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, কি ভাবে রজ্জুপথ চালু করে পাথর আনা যায় সিলেটের ভোলাগঞ্জ থেকে তা সরেজমিন দেখার জন্য এসেছেন। মন্ত্রী সারাদেশের অবৈধ রেলওয়ের জমি উদ্ধার করা হবে বলে মন্ত্রী এ সময় সাংবাদিকদের জানান।
রেলপথ মন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন। উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে বর্তমানে রেলে অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে। #