দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) সংশ্লিষ্টতায় গ্রেফতার ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকে তাদের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট ও পাচারের অভিযোগ রয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) বিকেল ৩ টায় জিজ্ঞাসাবাদের জন্য রাশেদুল হককে দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে দুদক হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ডে আনছে দুদক।
আজ রোববার রিমান্ডে প্রথম দিনে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছে।
গত রোববার (২৪ জানুয়ারি) রাশেদুল হককে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেফতার করে দুদক। পিকে হালদারের যোগসাজেশে ৭০ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ ও অর্থপাচার করেছেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এই পরিচালক; এমন অভিযোগে তাকে গ্রেফতার করে দুদক।
একইদিন পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীকেও গ্রেফতার করে দুদক।
জানা যায়, ২৫ জানুয়ারি ঢাকা মহানগর জজ বিশেষ আদালতে তাদেরকে তোলা হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারপতি কেএম ইমরুল কায়েশের আদালত।
একইদিনে পিকে হালদার সংশ্লিষ্ট ৩৩ জনের বিরুদ্ধে ৩৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হকসহ ৩৩ জন ও ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক ৫টি মামলা করে দুদক।/