সর্বশেষঃ
র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবলে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ‘শেখ বশিরের’ বিরুদ্ধে হত্যা মামলা: বাদী নিশ্চিত নয়, উপদেষ্টা সেখ বশির আসামি বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: ড. মুহাম্মদ ইউনূস গুলশানে রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক বন্যায় ক্ষতবিক্ষত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক , জনভোগান্তি ১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর পদ্মাসেতু থেকে শরীয়তপুর  সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১,৩১,৩৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ‘সরকারি প্রকল্পে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে’
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

পাসের হার পিইসিতে ৯৫.৫০ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫.৯৬

দূরবীন নিউজ প্রতিবেদক :
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পাসের হার ৯৫.৫০ শতাংশ ও ইবতেদায়ী পরীক্ষায় ৯৫.৯৬ শতাংশ পাস করেছে। খবর ইউএনবির।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।
সচিবালয়ে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফলের ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি আরো জানান, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১১ লাখ ২৪ হাজার ২২৫ জন এবং ছাত্রী ১৩ লাখ ২৯ হাজার ৯২৬ জন। পরীক্ষার্থীদের মধ্যে মোট ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৫.৫০ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র এবং ১২ লাখ ৭১ হাজার ৫৮৯ জন ছাত্রী। জিপিএ ৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪১ হাজার ৪৫১ জন এবং ছাত্রী ১ লাখ ৮৪ হাজার ৬৩৭ জন।

ছাত্রদের পাসের হার ৯৫.৩৭ এবং ছাত্রীদের পাসের হার ৯৫.৬১ শতাংশ। অর্থাৎ প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে কিছুটা এগিয়ে আছে। গড় পাসের হারের দিক থেকেও মেয়েরা এগিয়ে আছে। এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হার বিবেচনায় ৮ বিভাগের মধ্যে বরিশাল শীর্ষে রয়েছে। ওই বিভাগে পাসের হার ৯৬.৯৩ শতাংশ।

৬৪ জেলার মধ্যে গাজীপুর জেলা প্রথম স্থানে রয়েছে, ওই জেলার পাসের হার ৯৯.১৪ শতাংশ। ৫১০ উপজেলা/থানার মধ্যে ১টি উপজেলা ভোলার দৌলতখান শতভাগ (১০০ শতাংশ) পাস করেছে।

সারা দেশে ইংরেজি ভার্সনে ১২ হাজার ৫৫৩ জন ডিআরভুক্ত হয়ে ১২ হাজার ২০১ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১২ হাজার ১২০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯.৩৪ শতাংশ। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৮৫১ জন এবং ছাত্রী ৫ হাজার ২৬৯ জন।

সারা দেশে বিশেষ চাহিদা সম্পন্ন ৪ হাজার ৪৭১ জন ডিআরভুক্ত হয়ে ৪ হাজার ১৭৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৩ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৯.৯০ শতাংশ। এর মধ্যে ছাত্র ২ হাজার ৪৭ জন এবং ছাত্রী ১ হাজার ৭১০ জন।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩ লাখ ৪ হাজার ১৭৮ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৯৩৬ জন ছাত্র এবং ১ লাখ ৪৬ হাজার ২৪২ জন ছাত্রী। মোট ২ লাখ ৯১ হাজার ৮৭৫ জন সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে, পাসের হার ৯৫.৯৬ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৮৩৫ জন ছাত্র এবং ১ লাখ ৪১ হাজার ৪০ জন ছাত্রী। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৬৮৫ জন এবং ছাত্রী ৬ হাজার ১৯২ জন ।

ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রদের সংখ্যা বেশি হলেও গড় পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে। ছাত্রদের পাসের হার ৯৫.৫০ এবং ছাত্রীদের পাসের হার ৯৬.৪৪ শতাংশ।

সর্বোচ্চ পাসের হার বিবেচনায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৮ বিভাগের মধ্যে রাজশাহী শীর্ষে । ওই বিভাগের পাশের হার ৯৭.৮১ শতাংশ। নওগাঁ জেলার পাশের হার সর্বোচ্চ ১০০ শতাংশ। মোট ৮৩টি উপজেলায় শতভাগ ছাত্র-ছাত্রী পাস করেছে।

সারা দেশে বিশেষ চাহদা সম্পন্ন ২৪০ জন ডিআরভুক্ত হয়ে ২১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ১৯৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯২.০৬ শতাংশ। এর মধ্যে ছাত্র ১১৪ জন এবং ছাত্রী ৮৩ জন।

পরীক্ষার ফল দেখা:
ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www. dpe.gov.bd অথবা dpe.gov.bdhttp://dpe.teletalk.com.bd- তে পাওয়া যাবে। এছাড়া, যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে তাৎক্ষণিক ফলাফল জানা যাবে। মোবাইলে পিইসিইর ফল পেতে DPE>Student ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ইবতেদায়ীর ক্ষেত্রে dpe এর স্থলে EBT লিখতে হয় ।

এছাড়া মোবাইল অ্যাপসের মাধ্যমে যেকোনো এন্ড্রয়েড মোবাইল থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। Google Play Store থেকে PRIMARY TERMINAL RESULT Apps ডাউনলোড করে এর মাধ্যমে ফলাফল জানা যাবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12