দূরবীণ নিউজ প্রতিবেদক:
পানি উন্নয়ন বোর্ড, ঝিনাইদহ কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে নিজেদের অফিসে বসে সরাসরি ঠিকাদারী কার্যক্রমের অভিযোগ প্রমাণ পেয়েছে দুদক । আর ওই ঠিকাদারী কাজের সাথে জড়িত রয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং কর্মচারী। অভিযোগে উল্লেখ রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি চাকরির পাশপাশি নিজ দপ্তরে ঠিকাদারি ব্যবসা পরিচালনা করেন। তারা পাউবো, এর সেচ খালের সাইডের হাট বাজার হতে চাঁদা আদায়, কর্মস্থলে কর্মকর্তাদের কক্ষ দখল করে ঠিকাদারি ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত। এসব অভিযোগের প্রেক্ষিতে ঝিনাইদহ জেলা দুদক জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
২৬ ডিসেম্বর (মঙ্গলবার) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান, অভিযানকালে দুদক কর্মকর্তারা জানতে পারেন, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিকে ইতোমধ্যে ঝিনাইদহ হতে অন্যত্র বদলী করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় চাঁদপুর বাজারসহ অন্যান্য বাজারে দোকান ও বসতভিটা হতে চাঁদা আদায়ের বিষয়ে চাঁদপুর বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে আলাপকালে জানা যায় অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জমিতে থাকা দোকান উচ্ছেদের হুমকি প্রদর্শন করেছেন।
এ বিষয়ে মন্ত্রণালয় হতে ইতোমধ্যে তদন্ত হয়েছে। ঠিকাদারীর বিষয়ে জানা যায় তিনি অন্য নামে ঠিকাদার ব্যবসা করেন।গাছ চুরি করে বিক্রির সত্যতা পাওয়া যায়। উক্ত বিষয়ে থানায় জিডি করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। # একে