দূরবীন নিউজ ডেস্ক :
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেছেন । শনিবার (১৪ ডিসেম্বর) সৌদি পৌঁছার পর মদিনাতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) রওজা জিয়ারত করেন ইমরান খান। খবর আন্তর্জাতিক গণমাধ্য আল আরাবিয়ার ।
আল আরাবিয়ার খবরে বলা হয়, এই সফরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন ইমরান খান। বৈঠকে তারা পাক-সৌদি নেতৃত্বাধীন যৌথ সহযোগিতা ও পরিকল্পনা বিষয়ক পরামর্শ করবেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, তারা মুসলিম দেশগুলোর মধ্যে চলমান বিভিন্ন ইস্যু সমাধান করার গুরুত্ব নিয়ে আলোচনা করবেন।
মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ওআইসি সম্মেলন নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে। #