দূরবীণ নিউজ প্রতিবেদক:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩) এর কর্মকর্তারা অভিযানে ঢাকা মহানগরীর পল্টন মডেল থানাধীন এলাকা থেকে ৫৬ কেজি গাঁজা ও ০১ টি কাভার্ড ভ্যানসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হলো-১)মোঃ জাহিদ হাসান @ আজাদ (২১) ঠিকানা জেলা-চট্রগ্রাম। ২) মোঃ নাজিমুল ইসলাম @ রকি (২০), ঠিকানা জেলা-মুন্সিগঞ্জ। ৩) মোঃ আব্দুল করিম @ শামীম (১৮), ঠিকানা কুমিল্লা।
বুধবার (২১ এপ্রিল) র্যাব-৩ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহিৃতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে।
বর্তমান সময়ে কতিপয় মাদক ব্যবসায়ীগণ ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, গাঁজা, দেশী মদ, বিদেশী মদ, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অভিনব কায়দায় বহন করে নিয়ে আসছে।
এ ধরনের মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি কাভার্ড ভ্যান যোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে কুমিল্লা হতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর আভিযানিক দল আজ ২০ এপ্রিল দিবাগত রাত ২২ টা ৩০মিনিটের সময় ঢাকা মহানগরীর পল্টন মডেল থানাধীন ৬৯, নয়াপল্টনস্থ জোনাকী সুপার মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ৫৬ সহ ওই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। একই সঙ্গে ০১ টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়।
#