দূরবীণ নিউজ প্রতিনিধি :
দেশের আলোচিত ঘটনা পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবক বায়েজিদের বিরুদ্ধে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন শরীয়তপুরের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালত।
সোমবার (২৭ জুন) শরীয়তপুরের চিফ জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সালেহুজ্জামান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শরীয়তপুর আদালতের কোর্ট পরিদর্শক মো. জাহাঙ্গীর। এর আগে রোববার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ। বায়েজিদের গ্রামের বাড়ি পটুয়াখালী।
গত ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন ভোর থেকেই পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। প্রথম আট ঘণ্টায় ১৫ হাজার ২০০টি যান এই পদ্মা সেতু পার হয়েছে।
সাধারণের জন্য খুলে দেওয়ার পর পদ্মা সেতুতে দিনভর গণপরিবহন ছাড়া অন্য প্রায় সব গাড়ি সেতুতে থামাতে দেখা যায়। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটির পাশাপাশি তুলেছেন ছবি। এরই ফাঁকে আলোচিত ভিডিওটি করেন বায়েজিদ।
পদ্মা সেতু পারাপারে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মানছেন না অনেকেই। ২৬ জুন ভোর থেকে যাতায়াতকারীদের অনেকেই সেতুতে নেমে ছবি তুলেছেন। ভিডিও করতেও দেখা গেছে অনেককে। এসবই ছিল নিষিদ্ধ। এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। #