দূরবীণ নিউজ প্রতিবেদক :
নড়াইল জেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন চৌধুরীও ইউপি সচিবসহ দুইজনের বিরুদ্ধে সরকারের ত্রাণের চাল চুরি এবং ভুয়া মাস্টাররোল দাখিলের মাধ্যমে ২৮০ কেজি চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুনীতি দমন কমিশন (দুদক) ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমতে এই তথ্য জানান। তিনি আরো জানান, দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহফুজ ইকবাল বাদী হয়ে দুদকের ওই কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি নড়াইল জেলার নড়াগাতী থানার ৭নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন চৌধুরী ও একই ইউনিয়ন পরিষদের সচিব শেখ মোঃ মহিদুল ইসলাম পরস্পর যোগসাজশে ওই চাল আত্মসাৎ করেন।
আসামিরা করোনা আক্রান্তদের সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের জি.আর কর্মসূচির আওতায় ত্রাণের চাল বিতরণ না করে ভুয়া মাস্টাররোল দাখিলের মাধ্যমে সরকারের ২৮০ কেজি চাল আত্মসাৎ করেন। আসামিদের গ্রেফতার করার উদ্দেশ্যে অভিযান চলছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। # কাশেম