দূরবীণ নিউজ ডেস্ক:
এবার আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণার আলোকে সেনা প্রত্যাহার শুরুর ঘোষণা করেছে ন্যাটো। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ন্যাটোর এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
ন্যাটোর কর্মকর্তা বলেন, ‘ন্যাটো জোট মধ্য এপ্রিলেই আফগানিস্তান থেকে ১ মে’র মধ্যে সহায়ক মিশনের বাহিনীর প্রত্যাহারের অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছে এবং এই প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়া নিয়মতান্ত্রিক, সমন্বিত ও সতর্কতার পন্থায় সম্পন্ন হবে।’
বাইডেন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের এ দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি ঘোষণার পর মার্কিন সমর্থিত এ সামরিক জোটের সদস্যরা তাদের নয় হাজার ছয় শ’ সৈন্যের শক্তিশালী বহরকে এই মাসেই প্রত্যাহার করতে রাজি হয়।
ন্যাটোর ওই কর্মকর্তা বলেন, ‘সেনা প্রত্যাহারের প্রতিটি স্তরে নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। আর আমরা আমাদের সেনাদের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।’
সেনা প্রত্যাহার কবে নাগাদ শেষ হবে তার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে তিনি দিয়ে বলেন, ‘আমরা পরিকল্পনা করেছি কয়েক মাসের মধ্যে সেনা প্রত্যাহার সম্পন্ন করব।’
এই সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সেনা প্রত্যাহারের সময় যেকোনো ধরনের তালেবান হামলার শক্তিশালী জবাব দেয়া হবে।
জো বাইডেনের ঘোষণা অনুসারে আগামী ১১ সেপ্টেম্বর নাইন ইলেভেন হামলার ২০তম বার্ষিকীতে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহার করার কথা রয়েছে।
# সূত্র : দ্য নিউজ ইন্টারন্যাশনাল