দূরবীণ নিউজ প্রতিবেদক :
নোয়াখালীতে রাস্তা নির্মাণে নিম্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অভিযান পরিচালিয়েছে দুদক। সমন্বিত নোয়াখালীর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদের নেতৃত্বে সোমবার (৩০ ডিসেম্বর) অভিযান পরিচালিত হয়।
গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, অভিযানকালে টিম নোয়াখালীর কোপানীগঞ্জ উপজেলায় এলজিইডির আওতাধীন জগদিয়া জিপিএস হতে সিরাজ মিয়ার বাজার রাস্তার সংস্কার কাজ পরিদর্শন করে।
অভিযান পরিচালনাপূর্বক দুদক টিম দেখতে পায় যে, উক্ত নির্মাণে গাইডওয়ালের পিলারে পুরনো রড ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রাক্কলন অনুযায়ী ১২ মিলিমিটার রড দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ১০ মিলিমিটার।
এছাড়াও রাস্তার সাব-বেজ এ দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ইট ব্যবহারের প্রাথমিক প্রমাণ পায় দুদক টিম। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহপূর্বক অভিযানকারী টিম কমিশন বরাবর অনুসন্ধানের সুপারিশপূর্বক পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রেরণ করবে।
একই টিম গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক হাউজিং এস্টেট এ আবাসিক প্লট বরাদ্দের লটারিতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অপর একটি অভিযান পরিচালিত করেছে।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে হটলাইন- ১০৬ এ আগত অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিকট হতে অতিরিক্ত ক্লাসের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে, পাবনার ঈশ্বরদীতে এলএসডি খাদ্য গুদামে চাল ক্রয়ে অনিয়মের অভিযোগে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দালালদের যোগসাজশে বিদেশে কর্মী পাঠানোয় অনিয়মের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয়, পাবনা এবং সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ হতে ৩টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। #