দূরবীণ নিউজ প্রতিবেদক
রাজধানীর নীলক্ষেতে জাল সনদ তৈরির সরঞ্জামাদিসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন- মো. মহাসিন প্রধান (৪২) ও মো. জুয়েল রানা (২৮)।
সোমবার (১০ মে) দুপুরে গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম।
তিনি বলেন, গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট থানার নীলক্ষেতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন জাল সনদ তৈরির সময় মহাসিন প্রধান ও জুয়েল রানাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তারা বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সনদ জাল করে নাম-ঠিকানা পরিবর্তনের মাধ্যমে সনদ প্রস্তুত করতেন। অর্ডারের মাত্র আধাঘণ্টার মধ্যেই সনদ প্রস্তুত করে দিতেন তারা।
রেজাউল করিম বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫২টি জাল সনদ, একটি কম্পিউটার মনিটর, একটি সিপিইউ, একটি কালার প্রিন্টার, একটি কি-বোর্ড, একটি মাউস, দুটি কম্পিউটারের পাওয়ার ক্যাবল, দুটি প্রিন্টারের কালি ও কম্পিউটারের হার্ডডিক্সসহ জাল সনদ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। জাল সনদ তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে হাতিয়ে নিতেন তারা। তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।#