দূরবীণ নিউজ প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ১৯৭৫ সালের ১৫ অগাস্ট কালরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেলের মুখের হাসি থামিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পর গণমাধ্যমের সাথে আলাপকালে মেয়র শেখ ফজলে নূর তাপস এই মন্তব্য করেন।
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, গঠনিক সম্পাদক গোলাম সরোয়ার কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়র শেখ তাপস বলেন, ্য়ঁড়ঃ;১৯৭৫ সালের ১৫ই অগাস্ট বর্বরোচিতভাবে, মানবাধিকার লঙ্ঘন করে ছোট্ট শিশু রাসেলকে হত্যা করা হয়েছে। আরও হত্যা করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতাসহ তার পরিবারের সকলকে। একটি নিষ্পাপ, নিরীহ ছোট্ট শিশু — তার যে নিষ্পাপ হাসি, জঘন্যভাবে, নির্মমভাবে, নিষ্ঠুরভাবে সেদিন সেই হাসিটা থামিয়ে (বন্ধ করে) দেওয়া হয়েছে।্য়ঁড়ঃ;
বিদেশে অবস্থানকারী শিশু রাসেলের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারকার্য সম্পন্ন করার দাবি জানিয়েছেন মেয়র শেখ
তাপস। তিনি বলেন,্য়ঁড়ঃ;আজকে যে গোলাপ ফুলটা আমরা দেখি, সেই গোলাপ ফুলটাকে প্রস্ফুটিত হতে দেওয়া হয়নি।
খুনী, হত্যাকারীরা অঙ্কুরেই ধ্বংস করে দিয়েছে। আমরা আজকে এই দিনে আবারও এই হত্যাকাÐের তীব্র নিন্দা জানাচ্ছি। এর সুষ্ঠু
বিচার বাকি রয়েছে। এখনও খুনিরা বিদেশে পলায়নরত আছে। তাদেরকে ফিরিয়ে এনে তাদের বিচার সম্পন্ন করার দাবি জানাচ্ছি এবং শহীদ শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করছি। তার জন্য প্রাণভরে দোয়া করছি। অবশ্যই ছোট্ট শিশুরা যেন এভাবে আর ঝরে না পরে। ছোট শিশুরা প্রস্ফুটিত হওয়ার সুযোগ থেকে যেন আর বঞ্চিত না হয়।্য়ঁড়ঃ; #