দূরবীণ নিউজ প্রতিবেদক:
নিউ প্রচেষ্টা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি.এর ৬ লাখ ৫ হাজার ৪০০ আত্মসাতের অভিযোগে সভাপতি মো. বশির আহম্মেদ, কোষাধ্যক্ষ- মো.হাবিবুর রহমান, ম্যানেজার- মো. ইয়াছিনুর রহমান
অপু,সম্পাদক- মোস্তফা জামাল সজিব এবং কর্মকর্তা (ক্যাশিয়ার) মো.রমজান আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
সোমবার (৩ জানুয়ারি) দুদক ঢাকা-১ কার্যালয়ে সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোছা.ফাহমিদা আকতার বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ফৌজদারি দন্ডবিধির ৪০৯/১০৯ ধারায় একটি নিয়মিত
মামলা দায়ের করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ওউপ পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক।
তিনি আরো জানান, আসামীরা ২০১৪ সালের ১০ ফেব্রæয়ারি থেকে ২০১৯ সালের ২ ফেব্রæয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখে সমিতির ১৩ জন সদস্যের ২৮টি জমা রশিদ বহির মাধ্যমে মোট ৬ লাখ ৫ হাজার ৪০০ টাকা
গ্রহণ করেন। কিন্তু তারা ওই অর্থ যথাযর্থ হিসাবে সংরক্ষণ না করে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে বিশ্বাসভঙ্গের মাধ্যমে আত্মসাত করেন। সমিতির ঠিকানা ৩৫০/২ নয়াটোলা, মধুবাগ বড় মগবাজার, ঢাকা
এবং সমিতির নিবন্ধন নং-১২৩৪।
#