দূরবীণ নিউজ প্রতিবেদক:
করোনার এই মহাদুর্যোগকালীন ইংরেজি দৈনিক ‘দি নিউ নেশন’ পত্রিকা থেকে সংগঠনের দুইজন সিনিয়র সদস্যসহ ১১জন গণমাধ্যমকর্মীকে বাধ্যতামূলক ছুটিতে রেখে কাজে যোগদানের সুযোগ না দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
রোববার (২৬ জুলাই) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী এক বিবৃতিতে অবিলম্বে ছুটিতে থাকা কর্মীদের কাজে যোগদানের পাশাপাশি বকেয়া বেতন ভাতা পরিশোধ করার ব্যবস্থা নিতে নিউ নেশন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, যখন সরকারের পক্ষ থেকে বৈশি^ক মহামারি করোনাকালে গণমাধ্যম মালিকদের মানবিক হওয়ার আহবান জানানো হচ্ছে। তখন সেই আহবানকে উপেক্ষা করে কিছু মালিক সাংবাদিকদের চাকরিচ্যুত করছে, কেউ গণমাধ্যমকর্মীদের বাধ্যতামূলক ছুটি দিয়ে কাজে যোগদানের সুযোগ ও বেতনাদি থেকে বি ত করছে।
যা অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। নিউ নেশন পত্রিকার দু’জন ডিআরইউর স্থায়ী সদস্য চীফ রিপোর্টার মো: জয়নাল আবদীন খান এবং সিনিয়র রিপোর্টার মুহাম্মদ আনোয়ারুল হক (গাজী আনোয়ার) সহ ১১জন গণমাধ্যম কর্মী সর্বশেষ প্রব নার শিকার হয়েছেন।
জানা গেছে, করোনা শুরু হবার পর গত ২৮ মার্চ নিউ নেশন কর্তৃপক্ষ অফিসের সিদ্ধান্ত অনুযায়ী এই ১১জন সাংবাদিককে লিখিতভাবে ছুটি প্রদান করে। পরবর্তীতে করোনা পরিস্থিতির তুলনামূলক স্বাভাবিক হলে ছুটিতে যাওয়া এই গণমাধ্যম কর্মীরা কাজে যোগদান করতে চায়। কিন্তু কর্তৃপক্ষ তাদের কাজে যোগদান করতে বাধা প্রদান করে। এমনকি কোনো প্রকার নোটিশ ছাড়াই তাদের বেতন ভাতা এপ্রিল মাস থেকে বন্ধ করে দেয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম মালিকদের এ ধরনের অমানবিক ও হঠকারি আচরণ বন্ধ না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে কঠোর ও সর্বাত্মক কর্মসূচিতে দিতে বাধ্য হবে। নেতৃবৃন্দ বাধ্যতামূলক ছুটিতে থাকা ডিআরইউর দুই সদস্যসহ অন্যান্য সংবাদকর্মীদের বকেয়া বেতন ভাতা পরিশোধসহ অবিলম্বে কাজে যোগদানের ব্যবস্থা করতে মালিকপক্ষের প্রতি দাবি জানান। # প্রেস বিজ্ঞপ্তি ।