দূরবীণ নিউজ ডেস্ক:
টি-টোয়েন্টি ম্যাচের ইতিহাসের সর্বনিম্ন মাত্র রানে নিউজিল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। আজ রোববার (৫ সেপ্টম্বর) রাজধানীর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২৯রানের টার্গেট নিয়ে খেলতে নেমে বাংলাদেশের খেলোয়াররা উইকেট হারিয়েছে মাত্র ৭৬ রান করেছে।
জানা যায়, ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই ৭০ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা।
এবার ৬ রান বেশি করতে পেরেছে। কিন্তু এটি বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর আগেও একবার ৭৬ রানে অলআউট হয়েছিল টাইগাররা এবং সেটিও নিউজিল্যান্ডেরই বিপক্ষে।
তার চেয়ে অবাক করার মতো পরিসংখ্যান হলো, টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহের প্রথম চারটিই কিউইদের বিপক্ষে। ২০১৬ সালের মার্চে কলকাতায় ৭০, আজ ঢাকায় ৭৬, চলতি বছরেই এপ্রিলে অকল্যান্ডে ৭৬ এবং ২০১০ সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে ৭৮ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা।
নিউজিল্যান্ড কি তবে টি-টোয়েন্টিতে অপয়া প্রতিপক্ষ বাংলাদেশের? যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারিরা, পারফরম্যান্সের উন্নতি ঘটাতে না পারলে সিরিজ জেতা কঠিনই হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলের।
#