দূরবীণ নিউজ ডেস্ক :
সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নাশকতার আশঙ্কা করছেন । তিনি বলেন, ন্যাক্কারজনক এঘটনায় আমি নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে এব্যাপারে অধিকতর তদন্ত প্রয়োজন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তবে তার বক্তব্য নিয়ে মিডিয়া যাতে পক্ষপাত না করে সে বিষয়ে অনুরোধ করেন।
শামীম ওসমান বলেন, আমি কোনো তদন্তকারী কর্মকর্তা না, এখানে আমার বলার তেমন কিছুই নেই। ২০০১ সালে চুন খেয়ে মুখ পুড়েছে, সেই আলোকে কিছু বলতে পারি।
তিনি বলেন, এসি বিস্ফোরিত হলে বাহিরে হবে ভিতরে না, এসি’র চেম্বার হয়তো ছাদে আছে। দ্বিতীয়ত গ্যাসের লাইন দেখলাম বাহিরে গেটের সাথে আছে ওইটা ভিতরে ঢুকবে না।
তিনি বাতাস ওপেন বেড়িয়ে যাবে, ভিতরে কিছু থাকলে সেটা তদন্তকারী কর্মকর্তারা বের করবে। আসলো কোথা থেকে ফায়ারটা? এখানে এসি ব্যতীত অন্য কোনো ঘটনা আছে কিনা তা তদন্ত করা প্রয়োজন বলে আমি মনে করছি।’
শামীম ওসমান আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটার ব্যাপারে যোগাযোগ করছেন, চিকিৎসার ব্যবস্থা করছেন। যারা নিহত-আহত হয়েছেন কর্মক্ষম না, তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরাও তাদের দিকে সুদৃষ্টি রাখবো।
কিন্তু মানুষের জীবন তো ফিরিয়ে দেয়া যাবে না। যারা মৃত্যুবরণ করেছেন, চলেই গেছেন উনারা শহীদের মর্যাদা পেয়েই গেছেন। যারা মৃত্যুবরণ করেননি, তাদের পরিবারের যে কি ব্যাথা-শোক, যার গেছে সেই বুঝতে পারে, আমরা পারবো না।’# কাশেম