দূরবীণ নিউজ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের পাবলিক প্রসিকিউটর এস এম ওয়াজেদ আলী খোকন ও তার স্ত্রী সেলিনা ওয়াজেদ মিনুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম বাদী হয়ে এস এম ওয়াজেদ আলী খোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দু’টি দায়ের করেন।
গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, প্রথম মামলার অভিযোগে বলা হয়, এস এম ওয়াজেদ আলী খোকন দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৮৫ লাখ ৩২ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৯৯ লাখ ৪৯ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
অপর মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি সেলিনা ওয়াজেদ মিনু দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৩৯ হাজার ১৬১ টাকার সম্পদের তথ্য গোপনসহ ১ কোটি ১ লাখ ৫৬ হাজার ১৭৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।/