দূরবীণ নিউজ প্রতিবেদক:
দ্বিতীয় দফা হেফাজত নেতা মাওলানা আতাউল্লাহ আমিনীর ৬ দিন ও মাওলানা ইহতেশামুল হক সাখীর বিরুদ্ধে আবার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। খবর বাসস।
পল্টন থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আজ বুধবার আতাউল্লাহ আমীনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
২০১৩ সালের হেফাজতের ঘটনায় মতিঝিল ও পল্টন থানার মামলায় গ্রেফতার দেখানো এবং তার বিরুদ্ধে ১৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর মধ্যে মতিঝিল থানার মামলায় ১০ দিন ও পল্টন থানার মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় তিন দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অপরদিকে পল্টন থানার মামলায় ইহতেশামুলকে ৭ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদের ঘটনায় পল্টন থানার করা মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং তার বিরুদ্ধে আরো ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন শুনানি শেষে তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করে। #