দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশে আদর্শবান দেশপ্রেমিক রাজনীতিবিদদের শূণ্যতা বেড়েই চলছে। একে একে জাতীয় নেতারা নিরবে চলে যাচ্ছেন না ফেরার দেশে। কিন্তু তাদের অনুপস্তিতিতে দেশের অপূরণীয় অভাব আর পূরন হচ্ছে না। সম্প্রতি বেশ কয়জন নেতাকে হারালো জাতি। এরমধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন কামরান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন সর্বশেষ সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজও চলে গেলেন।
করোনাকালে আরো অনেক দেশপ্রেমিক রাজনীতিবিদ, ব্যবসায়ি, শিল্পপতি, সাংবাদিক, ডাক্তার, শিক্ষক, সশস্র বাহিনীর কর্মকর্তা, পুলিশ বাহিনীর সদস্য, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা- কর্মচারীসহ নানা শ্রেনি ও পেশার মানুষ চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন।
এদিকেগত ১৪ জুলাই, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা পর্বের সাক্ষী শাহজাহান সিরাজও চলে গেলেন। রাজধানীর বনানীতে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো) শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তার সংসারে স্ত্রী রাবেয়া সিরাজ, মেয়ে সারোয়াত সিরাজ ও ছেলে রাজীব সিরাজ আছেন।
শাহজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এ ছাড়া আরো শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শাহজাহান সিরাজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে তিনি স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠা হলে তিনি এর কেন্দ্রীয় নেতা নির্বাচিত হন।
শাহজাহান সিরাজ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ ও বিএনপির মনোনয়নে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। #