দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রাণঘাতি করোনাভাইরাসের দ্বিতীয় দফায় শক্তভাবে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। রাষ্ট্রীয় দুর্নীতি দমন ও প্রতিরোধের কাজে দায়িত্ব প্রাপ্ত এই সংস্থার দুই পরিচালকসহ ২৩ কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।
ফলে করোনা ভাইরাসের মহাআতঙ্কে রয়েছেন দুদকের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছেন । এতোদিন দেশের প্রভাবশালী দুর্নীতিবাজ ,অর্থ পাচার ও অর্থ আত্মসাতকারীরা থাকতো দুদক আতঙ্কে। আজ সবাই রয়েছে করোনা আতঙ্কে। দুদকে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।
খোঁজ নিয়ে জানা যায়, দ্বিতীয় দফায় করোনাভাইরাসের আতঙ্কদের মধ্যে দুই পরিচালক, চার উপ-পরিচালক, ছয় সহকারী পরিচালক এবং অন্যান্য পদের ১১ জন কর্মকর্তা- কর্মচারী রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে একজন পরিচালক হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা বাসায় চিকিৎসাধীন আছেন।
শনিবার (১০ এপ্রিল) দুদকের পরিচালক ও জনসংযোগ প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত কর্মকর্তা- কর্মচারীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। তবু দুদক থেমে নেই। গুরুত্বপূর্ণ কাজগুলো তাদের করতে হচ্ছে। সরকারি বিধিনিষেধের নির্দেশনা অনুসরণ করে কমিশনের যাবতীয় কর্মকাণ্ড চলমান আছে।
কর্মকর্তা বাসায় থেকেও ডিজিটাল পদ্দতিতে কমিশনের সাথে বৈঠকে অংশ নিচ্ছেন। এছাড়াও নিজ নিজ দায়িত্বগুলো চালিয়ে যাচ্ছেন। বলতে গেলে দুদকের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম থেকে নেই।
তিনি বলেন, করোনার প্রথম ধাপে তিন মহাপরিচালকসহ ১০৮ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছিলেন,এর মধ্যে এক পরিচালকসহ তিনজন মারা গেছেন। বাকী ১০৫ জন সুস্থ হয়েছেন। তবে তারা কিন্তু করোনা আতঙ্কে রয়েছেন।
দ্বিতীয় পর্যায়ে দুদকের ২৩ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই আক্রান্তের সংখ্যা তো প্রতিদিনই বাড়ছে। #