দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের শাশুড়ী নূর-ই-চশমা বেগম ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭ টায় রাজধানীর আদাবরের বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
জানা যায়, সাবক খাদ্য নিয়ন্ত্রক মরহুম ফজলুর রহমানের স্ত্রী, সাবেক সচিব রাজিয়া বেগমের মা ,আওয়ামীলীগ এর সাবেক সংসদ সদস্য এ বি এম তালেব আলীরও শাশুড়ীর মরহুমা নূর-ই-চশমা বেগম।
১৯৩৫ সালে এক মুসলিম সম্ব্রান্ত পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ৪ কন্যা , ২পুত্র, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজের জানাজা রোববার বাদ ফজর মনসুরাবাদ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। #