দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৭ উপ পরিচালকের চারকরি জীবনের আন্তরিকতা, দক্ষতা, অফিসিয়াল দাঁয়িত্বপালনসহ তাদের সার্বিক কার্যক্রমের ওপর মূল্যায়ণের পাশাপাশি তাদের দীর্ঘদিনের আমলনামায় বিশ্লেষন করে বর্তমান কমিশন উপ পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দিয়েছেন। পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত এই ৭ ভাগ্যবান হলেন; দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত মোহাম্মদ ইব্রাহিম, দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে কর্মরত মো. তালেবুর রহমান, দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত মো. জাহাঙ্গীর হোসেন, ময়মনসিংহ জেলা কার্যালয়ে কর্মরত মোহা. আবুল হোসেন, জেলা ঢাকা-১ কার্যালয়ে কর্মরত এস এম এম আখতার হামীদ ভূঁঞা, গাজীপুর জেলা কার্যালয়ে কর্মরত মো. মোজাহার আলী সরদার এবং চাঁদপুর জেলা কার্যালয়ে কর্মরত জালাল উদ্দিন আহমদ।
বুধবার (২৭ ডিসেম্বর) দুদকের সচিব মো. মাহবুব হোসেনের স্বাক্ষরে জারিকরা অফিস আদেশে উক্ত ৭ উপ পরিচালককে পদোন্নতি দিয়ে পরিচালক করা হয়েছে। এই পদোন্নতির আদেশের কপি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরে পাঠানো হয়েছে।
দুদকের চেয়াররম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ,কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা: আছিয়া খাতুনের নেতৃত্বাধীন কমিশন অধীনস্থ কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি দিয়ে উদার মানসিকতার নজির স্থাপন করেছেন। দীর্ঘদিন যাবৎ তাদের পদোন্নতির বিষয়টি চাপা পড়ে ছিল। ইতোমধ্যে কমিশনে বিভিন্ন স্তরে কর্মরত আরো অনেকেই পদেন্নতি পেয়েছেন। এরআরো বেশ কয়জন পদোন্নতি পাবার অপেক্ষায় রয়েছেন বলে জানা যায়।
এদিকে দুদকের পদোন্নতি প্রাপ্ত ৭ পরিচালককে অনলাইন নিউজ পোটলা ’ দূরবীণ নিউজ টোয়েন্টিফোর ডটকম’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। # একে