দূরবীণ নিউজ প্রতিনিধি:
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চাঁদপুুরের ‘বিতর্কিত’ ইউপি চেয়ারম্যান সেলিম খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বুধবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে বেলা ১১টায় হাজির হয়ে জামিনের আবেদন জানান আসামী সেলিম খান। পরে আদালত তার আবেদন শুনানি শেষে জামিন নামজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে দুদক ও রাষ্ট্রপক্ষের ছিলেন আইনজীবী খুরশীদ আলম। তিনি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে উক্ত আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামী সেলিম খান। দুদক তার জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তদন্ত প্রতিবেদনসহ জামিন শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন। সেলিম খান সাবেক আওয়ামী লীগ নেতা ও চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর ল²ীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান।
গত ১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিম খানের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ একটি মামলা দায়ের করা হয়। এই মামলার বাদী দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আতাউর রহমান প্রধান। তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় সাড়ে ৩৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৬৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
মামলায় উল্লেখ রয়েছে, সেলিম খানের আয়কর বিবরণীসহ বিভিন্ন নথিপত্র যাচাই শেষে তার পারিবারিক ব্যয়ের হিসাব পাওয়া যায় ৩৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে প্রাপ্ত বেতনভাতা ও ঋণসহ তার মোট আয় পাওয়া যায় ৬১ লাখ ৭২ হাজার টাকা। #