দূরবীন নিউজ প্রতিবেদক :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি করলে কাউকে ছাড় নয়। তিনি বলেন, দুর্নীত করলে দুদকের বারান্দায় আসতেই হবে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ‘করাপশন এগেইনস্ট রিপোর্টার্স র্যাক আয়োজনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতিবাজ যত বড় বাঘববোয়াল কিংবা রুই-কাতলই হোক না কেন কাউকে ছাড় নয়। এ বিষয়ে কেউ বিন্দুমাত্র রেহাই পাবে না।
রাজধানীসহ সারাদেশে পেঁয়াজ সিন্ডিকেট এবং বাজার মূল্য অস্থিতিশীল এই প্রসঙ্গে দুদক কোনো পদক্ষেপ নিবে কিনা এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, শুল্কগোয়েন্দারা দেখছেন। তারা তদন্ত করছেন। তাদের তদন্ত শেষ হলে এবং তদন্ত প্রতিবেদন পাঠালে পরে দুদক বিষয়টি দেখবে। এখানে অবৈধ অর্থ উপার্জন এবং দুর্নীতির বিষয়টি দেখা হবে। এমূহুর্তে দুদক কিছু করবে না।
বেসিক ব্যাংক দুর্নীতি নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে নূর তাপসের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, তদন্ত কে করেছেন? এখানে বাইরের লোক কথা বলার কে? তদন্ত করছে কমিশন। কমিশন যেখানে তদন্ত করছে, তখন এই বিষয় নিয়ে তো অন্য কারো কথা বলাই উচিত নয়।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন কমিশন। কমিশন তার নিজ গতিতে চলে। কমিশনকে চাপে রাখার সুযোগ কারো নেই।
উল্লেখ্য, সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তৃতায় ব্যারিস্টার ফজলে নূর তাপস বেসিক ব্যাংক দুর্নীতি নিয়ে কথা বলার সময় ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে কেন আসামি করে মামলা করা হচ্ছে না, এ ব্যাপারে দুদক কী করছে- এমন প্রশ্ন তোলেন। এই ব্যর্থতার দায় স্বীকার করে দুদক চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেন তাপস।
#