দূরবীণ নিউজ প্রতিবেদক
দেশের বহুল আলোচিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঋণ জালিয়াতি,বিদেশে অর্থপাচারসহ নানা দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহীম মিয়ার আদালত দুদকের আবেদন মঞ্জুর করে আসামি সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের কর্মকর্তারা। এর আগে ২১ জুলাই আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদলত দুদকের আবেদন মঞ্জুর করে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সালমান এফ সালমানকে আদালতের এজলাসে হাজির করা হয়। পরে সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি শুরু হয়। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। পরে দুপুর ১টার দিকে তাকে এজলাস থেকে নামিয়ে প্রিজনভ্যানে করে কারাগারের দিকে নিয়ে যাওয়া হয়।
এর মধ্যে ভুয়া কোম্পানির নামে ৪৯৬ কোটি টাকা অবৈধ ঋণ নেওয়ার অভিযোগে একটি, প্রায় ৩৪ কোটি টাকা অর্থ আত্মসাৎ ও ৭৬ কোটি ৩৯ লাখ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করে দুদক। এছাড়া ভুয়া কোম্পানির নামে ৬১৮ কোটি টাকা ব্যাংক ঋণ এবং নামমাত্র কোম্পানির নামে ১৪৬ কোটি ৮২ লাখ টাকা ঋণ ও প্রায় ১১৩ কোটি ৪১ লাখ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগ এনে তার বিরুদ্ধে আরও দুই মামলা করে সংস্থাটি।
২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলানোরকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের ঢাকার বিভিন্ন থানায় কয়েকদফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
#