দূররীণ নিউজ প্রতিবেদক :
র্যাবের অভিযানে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দাউদকান্দি টোল প্লাজার সামনে থেকে বিপুল পরিমান গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ) অধিনায়কের কার্যালয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ এক সংবাদ বিজ্ঞিপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতিতে বলা হয়, র্যাব-৩ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান অবৈধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে আসছে। উক্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ২০ এপ্রিল ০৭৪০ ঘটিকায় কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন দাউদকান্দি টোলপ্লাজার ১৬নং কাউন্টারের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে এবং পিকআপ ভ্যানটিকে সংকেতের মাধ্যমে থামায়।
ওই পিকআপের ড্রাইভার ১। মোঃ শাহিন (৩৪) আরোহি ২। মোঃ লিটন আহম্মেদ ফারুক (৩৯) ঠিকানা জেলা-শরীয়তপুরদ্বয়কে গ্রেফতার করা হয়।পরে ঐ পিকআপ ভ্যানটি তল্লাশী করে আলুর বস্তা হতে ২৬.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং র্দীঘদিন যাবৎ গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য কুমিল্লা সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। #