রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন

দক্ষিণ কেরাণীগঞ্জে অস্ত্রধারীসহ ২ জন গ্রেফতার

একে আজাদ, দূরবীণ নিউজ:
র‌্যাব-১০ এর বিশেষ অভিযানে ঢাকা জেলাধীন দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে১ টি বিদেশী পিস্তলসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
বুধবার (১২ আগস্ট) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, খুনী, ধর্ষক, দেশাদ্রোহী, সাইবার অপরাধী, প্রতারক, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

১১ আগস্ট বিকেল ১৫:২০ ঘটিকার সময় র‌্যাব-১০, সিপিএসসি এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রাব্বী এবং স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কস্থ হযরত কদম আলী মাস্তান (রঃ) পাক দরবার শরিফ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযাকালে ১ টি বিদেশী পিস্তলসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলো ১) বাবু মোড়ল (৩৮), পিতা- ইউনুছ মোড়ল, স্থায়ী সাং- পাচ্চর, থানা- শিবচর, জেলা- মাদারীপুর, ২) মোঃ শিশির খান (২১), পিতা- মোঃ আকরাম খান, স্থায়ী সাং- উত্তর কামারগাঁও, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ বলে জানা যায়। তাদের নিকট থেকে ০১ টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি, ০১ টি প্রাইভেট কার, ০২ টি মোবাইল এবং নগদ ৪,০০৫/- টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় ধৃত আসামিদ্বয় সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য। তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি স ারের মাধ্যমে চাঁদাবাজি, অবৈধ দখলদারি, দস্যুতা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে।

ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12