দূরবীণ নিউজ প্রতিনিধি:
রাজধানীর তেজগাঁও খানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আনিসুর রহমানকে নানা অনিয়ম দুর্নীতি এবং ৪৩ কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে আনিসুর রহমানকে গ্রেফতার করেছে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ।
দুদকের সূত্র মতে, ২০২২ সালের ১২ থেকে ২০ জুনের মধ্যে রাজধানী ঢাকার তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. আনিসুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে প্রায় ৪৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ।
গত ২৪ অক্টোবর দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেন। মামলার অপর দুই আসামীা হলেন,এম জাহান ট্রেডার্সের মালিক মো. মোহসীন আলী ও গ্রীন ট্রেডার্সের মালিক মো. মাহফুজ হুদা সৈকত।
মামলা দুটির এজাহারে উল্লেখ করা হয়েছে , অভিযুক্তরা পরস্পর যেগশাজসে দুটি মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে।
প্রথম মামলায় আসামীদের বিরুদ্ধে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন প্রকল্পে তিনটি ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ২১ কোটি ৮৩ লাখ ২৮ হাজার ৫১২ টাকা উত্তোলন ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী কলেজ এবং ৫০০ শয্যার মেডিক্যাল কলেজ হাসপাতাল শীর্ষক প্রকল্পে চারটি ভুয়া বিলের মাধ্যমে ২১ কোটি ৮৪ লাখ টাকা সরকারি কোষাগার থেকে তুলে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ২০২২ সালের ১২ থেকে ২০ জুনের মধ্যে ওই অর্থ আত্মসাৎ করা হয় বলে মামলা দুটির এজাহারে উল্লেখ করা হয়েছে। # কাশেম