দূরবীণ নিউজ প্রতিবেদক:
ডিবি পরিচয়ে ডাকাতিকালে বিদেশি পিস্তলসহ গ্রেফতার হওয়া মোস্তফা কামাল লিটনকে হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগের ভার্চ্যুয়াল চেম্বার জজ আদালত ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন। গত বছরের ৪ মার্চ রাজধানীর তুরাগ থানার ধওর বেড়িবাঁধ এলাকা থেকে বিদেশি পিস্তলসহ লিটনের সাথে আরো পাঁচজনকে গ্রেফতার করেছিল র্যাবের কর্মকর্তারা।
মঙ্গলবার (৬ এপ্রিল) আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত আসামি লিটনকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিতের আদেশ দেন।
আদালতে আজ হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ নাথ।
তিনি গণমাধ্যমকে জানান, গত বছরের ৪ মার্চ ওই ঘটনায় ছয় জনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অস্ত্র, ডিবির জ্যাকেট, ওয়াকিটকি ও হাতকড়া উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই দিন র্যাবের পক্ষ থেকে তুরাগ থানায় মামলা দায়ের করা হয়।
এ ঘটনায় গ্রেফতার মোস্তফা কামাল লিটনকে চলতি বছরের ২৩ মার্চ হাইকোর্ট জামিন দেন। সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
ওই আবেদনের শুনানি নিয়ে আজ চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ নাথ।/