দূরবীণ নিউজ প্রতিবেদক :
তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লি:- এর মেট্টো বিক্রয় বিভাগ-৪ (ই.এস.এস শাখা) সিনিয়র সুপারভাইজার মো: তহুরুল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮৮২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।
বুধবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের উপ পরিচালক মোঃ আলী আকবর বাদী হয়ে এই মামলাটি দায়রে করেন। দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নং-১১ । গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
তিনি আরো জানান, মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মো: তহুরুল ইসলাম অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৭১ লাখ ৭২ হাজার ৮৮২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। তিনি দুদকে দাখিলকৃত সম্পদ বরণীতে ৬০ লাখ ৩৫ হাজার ১৫৪ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের বিষয়টি গোপন করেন।
যারফলে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।# কাশেম ।