সারাক্ষণ প্রতিবেদক:
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে প্রকৌশলী তাকসিম এ খানকে পুনরায় আরও তিন বছরের জন্য নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।
রোববার (১৮ অক্টোবর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ মেষে ওই রিট আবেদনটি খারিজের আদেশ দেন। উচ্চ আদালতের এ আদেশের ফলে ঢাকা ওয়াসারর ব্যবস্থাপনা পরিচালক পদে প্রখৌশলী তাকসিম এ খানকে পুনরায় তিন বছরের জন্য নিয়োগে আইনী আর কোন বাধা রইল না।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর-উস সাদিক।
জানা যায়, এর আগে গত ২৪ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মঞ্জুর মোরশেদ এ রিট আদেনটি দায়ের করেন। তিনি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করেছেন।
রিটকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মঞ্জুর মোরশেদ স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করেিছিলেন।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রকৌশলী তাকসিম এ খানকে আবারও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা হিসেবে নিয়োগ দেয়।
২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথম নিয়োগ পান তাকসিম এ খান। এরপর চার দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার পঞ্চমবারের মেয়াদ শেষ হচ্ছে।
তার আগে গত বৃহস্পতিবারের এক নোটিশে বিশেষ বোর্ড সভার আয়োজন করা হয়। সভার একমাত্র আলোচ্য বিষয় ছিল তাকসিম এ খানকে আরও তিন বছরের জন্য নিয়োগ দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো।#