সর্বশেষঃ
২৫ পদের মধ্যে ২০ পদে ছাত্রশিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট বিজয়ী ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা   সেনাবাহিনী নেপালের  নিয়ন্ত্রণ নিয়েছে  নেপালে আটকে পড়ছে বাংলাদেশি খেলোয়াড়সহ পর্যটকরা  ডাকসুর নির্বাচনে শিবিরের  ভিপি ১২১০৬ ভোট ,ছাত্র দলের ভিপি ৪৯১৫ ভোট এবার ডাকসুর ভোট গণনায় ১৪ মেশিন উৎসবমুখর পরিবেশে সকাল ৮টায় ডাকসুর ভোট গ্রহণ শুরু হচ্ছে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ডিএনসিসিতে শ্রমিক কর্মচারী ইউনিয়নের দোয়া অনুষ্ঠান ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন, আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন আনতেই জান বের হয় এবার শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের উপর সাইবার অ্যাটাক
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

তরুন রিশাদই ৫ উইকেট নিলেন, চাপে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ

সফরকারি ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশ ক্রিকেট দলের বোলাররা

দূরবীণনিউজ ডেস্ক:
বাংলাদেশী তরুন রিশাদ হোসেন। তিনি উদীয়মান এই লেগস্পিনারকে ‌‘ভবিষ্যতের তারকা’ ভাবা হচ্ছে এখনই। তিনি একাই নিলেন ৫ উইকেট। ১৮ বছর বয়সী এই লেগস্পিনার এবার তার ওপর আস্থার প্রতিদান দিলেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বিপক্ষে খেলতে নেমে।

টেস্ট সিরিজ শুরুর আগে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারি ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ। ম্যাচের প্রথম দিনই ক্যারিবীয়দের নাকাল করেছেন স্বাগতিক দলের বোলাররা।

২৫৭ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ৭৫ রান খরচায় লেগস্পিনার রিশাদ একাই নিয়েছেন ৫ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন পেসার খালিদ আহমেদ। একটি করে উইকেট গেছে শাহাদাত হোসেন আর সাইফ হাসানের ঝুলিতে।

অথচ টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই ছিল ওয়েস্ট ইন্ডিজের। রান পেয়েছেন দুই ওপেনারই। জন ক্যাম্পবেল ৪৪ রানে শাহাদাত হোসেনের শিকার হয়ে ফিরলেও একটা পর্যায়ে ১ উইকেটেই ১১০ রান তুলে ফেলেছিল ক্যারিবীয়রা।

সেখান থেকে খালিদ আহমেদ আর রিশাদ হোসেনের তোপে ২১ রান তুলতে আরও ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জসুয়া ডা সিলভা আর কায়াল মায়ার্স মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। তবে ইনিংস খুব বড় করতে পারেননি। সিলভা ২০ রান করে হন সাইফের শিকার। ৪০ রান করা মায়ার্সকে বোল্ড করেন রিশাদ।

এরপর ক্যারিবীয়দের লেজটাও ছেঁটে দিয়েছেন রিশাদ। একটা প্রান্ত ধরে ছিলেন অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। ওপেনিংয়ে নেমে দলকে ২৪৮ পর্যন্ত টেনে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ১৮৭ বলে ১০ বাউন্ডারিতে ৮৫ রান করা এই ওপেনারকে এলবিডব্লিউ করেছেন খালিদ আহমেদ।

নবম ব্যাটসম্যান হিসেবে ব্রেথওয়েট ফেরার পর আর ৯ রান যোগ করে প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয়েছে ক্যারিবীয়রা। খেলেছে ৭৯.১ ওভার।

বিসিবি একাদশ মোহাম্মদ নাঈম, তৌহিদ হৃদয়, নুরুল হাসান (অধিনায়ক), সাইফ হাসান, শাহাদাত হোসেন, আকবর আলি (অধিনায়ক), সাদমান ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, ইয়াসির আলি, মাহমুদুল হাসান জয়, শাহীন আলম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ ক্রেইগ ব্রেথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেইনে মোসেলে, এনক্রুমাহ বোনার, জার্মেই ব্ল্যাকউড, কাভেম হজ, জসুয়া ডা সিলবা, কাইল মায়ার্স, আলজেরি জোসেফ, কেমার রোচ, শেনন গ্যাব্রিয়েল।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12