দূরবীণ নিউজ প্রতিবেদক :
হঠাৎ বাড়ছে নিরবে পরিবারের সদস্য এবং স্বজনদের ফেলে রেখে চিরদিনের জন্য চলে যাবার ঘটনা। একে একে চলে যাচ্ছেন আমাদের পরিচিত মানুষগুলো। আর এই মানুষগুলোর সাথে পৃথিবীতে কোনো দিন দেখা হবে না।
আজ স্বজন হারানোর বেদনায় কাতর ,তাদের রেখে যাওয়া সন্তান এবং আত্মীয় -স্বজনরা। তাদের বুকফাটা কান্নার শব্ধে ওই এলাকার বাতাস ক্রমেই ভারী হয়ে উঠছে। পরিবারের সদস্যরা কেউ হারাচ্ছেন স্ত্রী, কেউ স্বামী আবার কেউ হারাচ্ছেন মা-বাবা ও ভাই বোনকে। শোকার্ত ওইসব পরিবারের সদস্যদের শান্তনা দেবার মতো কোনো ভাষা অনেকেই হারিয়ে ফেরছেন। সব কিছু সত্বেও জম্ম এবং মৃত্যু রীতি নীতিকে সবাই মেনে নিতে বাধ্য। কারণ জম্ম গ্রহণ করার পর একদিন মৃত্যু বরণ করতে হবে এটাও সত্য।
ডিএসসিেতে সাবেক সভাপতির স্ত্রীর মৃত্যু
এদিকে ঢাকা দক্ষিন সিটি করপোরেশন (ডিএসসিসি) শ্রমিক কর্মচারি লীগের (রেজিঃ নং- ৩৭০২) সাবেক সভাপতি ও জনপ্রিয় কর্মচারী নেতা আলহাজ্জ আবদুল রসিদের স্ত্রী বেলাতন (৪৮) গত ১২ সেপ্টেম্বর (শনিবার) সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে— রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, ২ মেয়ে, বহু আত্মীয় -স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনীরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মরহুমা বেলাতনকে শনিবার বাদ আসর রাজধানীর সারুলিয়ায় জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
অপরদিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) শ্রমিক কর্মচারি লীগের ( রেজি-নং ৪৬৯৮) সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান করোনায় আক্তান্ত হয়ে কুর্মিটোল জেনারেল হাসপাতালে মারা যান। ইন্নালিল্লাহে— রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী , সন্তানসহ আত্মীয় -স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
ঢাকা দুই সিটির শ্রমিক কর্মচারী লীগের নেতা কর্মীরা তাদের অত্যন্ত কাছেও আপনজনদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগময় বক্তব্য প্রকাশ করছেন। # কাশেম