দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা শহরে রাস্তায় বেওয়ারিশ কুকুর না থাকলে নগরবাসী শান্তিতে ও সস্থিতে থাকবেন বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নুর তাপস। তিনি বলে,পৃথিবীর উন্নত কোন দেশের উন্মুক্ত রাস্তায়,পার্কে, খেলার মাঠে বেওয়ারিশ কুকুর পাওয়া যায় না। তিনি বলেন, আমরা ঢাকাকে একটি উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই। আসুন, আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ডিএসসিসির নগরভবনের কুকুর প্রেমিক অভয়ারণ্যসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ সাথে গরীতে বেওয়ারিশ কুকুর অপসারণ নিয়ে মতবিনিময় সভায় মেয়র এ কথা বলেন। সভায় বেওয়ারিশ কুকুর নিয়ে বিভিন্ন ধরণের পর্যবেক্ষণ, দেশি-বিদেশি গবেষণা ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন তারা।
মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, যেসব বেওয়ারিশ কুকুর নগরবাসী নিয়ন্ত্রণে রেখে এবং দেখভাল করছে। সেসব বেওয়ারিশ কুকুরগুলো চিহ্নিত করুন। সেগুলো স্থানান্তর করা হবে না।বেওয়ারিশ কুকুরের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কিছু সুপারিশ বা কিছু পরামর্শ লিখিত প্রস্তাব আকারে চেয়েছেন মেয়র।
নগরীতে যত্রতত্র বেওয়ারিশ কুকুরগুলো উন্মুক্তভাবে ঘুরে বেড়াতে না পারে, সেটাই আমাদের সর্বোচ্চ বিবেচ্য বিষয়।
তিনি বলেন, বেওয়ারিশ কুকুরের প্রতি ভালোবাসার দায়সারা বহি:প্রকাশ না করে সেসব বেওয়ারিশ কুকুরের পরিপূর্ণ দায়িত্ব নেন। বেওয়ারিশ কুকুরকে পোষ্য কুকুর হিসেবে গ্রহণ করে পূর্ণ দায়িত্বে যেন নিজ ঘরে নিয়ে যানএবং নিজস্ব ব্যবস্থাপনায় পরিপূর্ণ পরিচর্যার ব্যবস্থা নেন। #