দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশের ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ ১২টি সিটিতেই বিদ্যমান কর ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ গ্রহণ করেছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ইতোমধ্যে ‘সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬’-এ সংশোধন আনার জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সব সিটি করপোরেশনকে একাধিক চিঠি পাঠিয়েছে।
জানা যায়, সিটি করপোরেশনের আদর্শ কর তফসিল সংশোধন-বিষয়ক কমিটির সভা আহ্বানের লক্ষ্যে প্রস্তাব পাঠানোর জন্য সব সিটি করপোরেশনকে গত ১ মার্চ স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি পাঠানো হয়।
মন্ত্রণালয়ের পুরনায় পাঠানো চিঠিতে বলা হয়, ‘সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬’ সংশোধন-বিষয়ক কমিটির সভা আহ্বানের লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর জন্য সকল সিটি করপোরেশনকে অনুরোধ জানানো হয়।
ইতোমধ্যে ঢাকা উত্তর, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হতে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব পাওয়া গেছে। কিন্তু ঢাকা দক্ষিণ, গাজীপুর, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশন থেকে এখন পর্যন্ত প্রস্তাব পাওয়া যায়নি।
যারফলে ঢাকা দক্ষিণ সিটি, গাজীপুর, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রস্তাব পাঠানোর অনুরোধ জানিয়ে সম্প্রতি পুনরায় চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
এমতাবস্থায়, সিটি করপোরেশন আদর্শ কর তফসিল সংশোধন বিষয়ে নতুন করের ধারণা ও পরিমাণসহ সুনির্দিষ্ট প্রস্তাব জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।
#