দূরবীণ নিউজ প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে কাঁচপুরে প্রাথমিকভাবে সরছে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল। একইসাথে ঢাকাবাসীর দীর্ঘ ৩৯ বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে। যুক্ত হতে চলেছে ‘সচল ঢাকা’ গড়ার মুকুটে আরেকটি মাইলপালক।
তিনি বলেন, নারায়ণগঞ্জের কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল চালু হলে ১৬ জেলার দূরপাল্লার ১১ হাজার বাস আর ঢাকা শহরে ঢুকবে না। ফলে ঢাকা শহরের যানজট অনেক কমে যাবে এবং গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে। বুধবার (৯ আগস্ট) নারায়ণগঞ্জের কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধনকালে মেয়র শেখ ফজলে নুর তাপস এ কথা বলেন।
নির্মাণকাজ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান ও পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, স্থানীয় কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।
মেয়র বলেন,প্রাথমিকভাবে ২৮ কোটি টাকা ব্যয়ে ১২ বিঘা জমির ওপর নির্মিত হতে যাচ্ছে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনাল।ঢাকা দক্ষিণ সিটির নিজস্ব অর্থায়নে এ বাস টার্মিনালের নির্মাণ কাজ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করা হবে এবং এরপরই আন্ত:জেলা বাস চলাচলের টার্গেট রয়েছে।
মেয়র বলেন, আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে টার্মিনালের মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, চালক ও হেলপার কর্মচারীদের জন্য ছাউনি নির্মাণ করাসহ বাস টার্মিনালের বাস রাখার উপযোগী করে তোলা হবে। সড়ক ও জনপথ বিভাগের ১২ বিঘা জমির ওপর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ২৮ কোটি টাকা ব্যয়ে এ টার্মিনাল নির্মাণ করা হচ্ছে।
তিনি বলেন, ১৯৮৪ সালে সায়দাবাদ বাস টার্মিনাল নির্মাণের পর আর কেউ ঢাকায় বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেয়নি। যে কারণে ঢাকায় পরিবহন ব্যবস্থাপনার শৃঙ্খলা নেই। নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই ঢাকার বাইরে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে।
মেয়র বলেন, রাজধানী ঢাকার বাইরে ঢাকার চারপাশে আন্তঃজেলা বাস চলাচলের জন্য হেমায়েতপুর, কামরাঙ্গীরচরসহ বেশ কয়েকটি বাস টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন। তারই প্রথম উদ্যোগ কাঁচপুর বাস টার্মিনাল। ।#কাশেম