দূরবীণ নিউজ প্রতিবেদক :
একুশে পদকপ্রাপ্ত , ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক প্রেসিডেন্ট, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বরেণ্য প্রকৌশলী, জাতীয় অধ্যাপক ড. প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে আইইবি’র জনসংযোগ কর্মকর্তা ইমরান হোসাইনের পাঠানো এক শোক বার্তায় ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। # কাশেম