দূরবীণ নিউজ প্রতিবেদক :
খ্যাতিসম্পন্ন লোকসাহিত্যিক ড. আশরাফ সিদ্দিকী ইন্তেকাল করেছেন , ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৯৩ বছর।
আশরাফ সিদ্দিকীর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্রান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
শোক বার্তায় নেতৃদ্বয় মরহুম আশরাফ সিদ্দিকীর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গবীর সমবেদনা জ্হাপন করেন।
তারা বলেন, বাংলাদেশের লোকসাহিত্য দেশের জনগন ও বহি:বিশ্বে পরিচিত করার ক্ষেত্রে তার যে অবদান তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
৪০ এর দশকের শুরুতে প্রতিশ্রুতিময় কবি হিসেবে আত্মপ্রকাশিত আশরাফ সিদ্দিকী ছিলেন গণমানুষের কবি। বাংলা সাহিত্যে তার অবদান খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলার লোকঐতিহ্য নিয়ে তার গবেষণা জাতিকে সমৃদ্ধ করেছে।
তারা বলেন, তিনি একাধারে কবি, নাট্যকার, জীবনীকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ব্যক্তিত্ব হিসাবে যেমন ছিলেন সফল, ঠিক তেমনই একজন শিক্ষক হিসাবেও ছিলেন সফল। বিংশশতাব্দীর বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করা ব্যক্তিদের মধ্যে আশরাফ সিদ্দিকী অন্যতম।
চল্লিশ দশকের শুরুতে প্রতিশ্রুতিশীল কবি হিসেবে তার আত্মপ্রকাশ। তার সাহিত্যিক জীবনে পাঁচশর বেশি কবিতা লিখেছেন। বাংলার লোকঐতিহ্য নিয়ে করেছেন গভীর গবেষণা। # প্রেস বিজ্ঞপ্তি