দূরবীণ নিউজ প্রতিনিধি:
প্রাণঘাতি এডিস মশার জীবানবাহি ডেঙ্গু রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার আন্তুরিক সহযোগিতা প্রয়োজন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা সিটি কর্পোরেশনের একার পক্ষে কঠিন।’
শনিবার (০৬ আগস্ট) রাজধানীর মধুবাগ এলাকায় শ্লোগানে ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিয়ে ডিএনসিসির মেয়র মো.আতিকুল ইসলাম নগরবাসীকে এই আহবান জানান।
প্রচারাভিযানে অন্যান্যের সাথে অংশ নিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া, অঞ্চল-৩ এর আ লিক তৈরেজা খোকন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর মিতু আক্তার প্রমুখ ।
ডিএনসিসির মেয়র বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে নিয়মিত নিজেদের বাসা- বাড়ি ও অফিসে এডিসের লার্ভার প্রজননক্ষেত্র ধ্বংস করতে হবে। সবাই সচেতন না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’মেয়র ‘শনিবার প্রচারাভিযানে ডিএনসিসি মেয়র মধুবাগ এলাকায় বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং নিজে মাইকিং করে সচেতন করেন।’
ডিএনসিসির মেয়র বলেন, ‘জনগণের সচেতনতা ও সহযোগিতায় গত বছরের তুলনায় এবছর ডেঙ্গুকে অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্বভ হয়েছে। আমরা চাই ডেঙ্গুকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে। সেজন্য জনগণের সহযোগিতা অরও বেশি প্রয়োজন।’ রাজধানীর মধুবাগ এলাকায় অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধনকালে মেয়র আতিকুল ইসলাম ‘’সকাল ১০টা ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ আঙিনা ও বাসা-বাড়ি করি পরিষ্কার, এই হোক আমাদের অঙ্গিকার এই শ্লোগান বাস্তবায়নের অনুরোধ জানান।’
ডিএনসিসি মেয়র ‘মধুবাগের শের-ই-বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা বলেন। ট্রাকে উঠে এডিস মশার উৎসস্থল-গাড়ীর পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড এগুলো দেখিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন তিনি’। ‘এসময় শিক্ষার্থীরা মেয়রের আহ্বানে সাড়া দিয়ে প্রতি শনিবার সকালে বাসা-বাড়ি পরিষ্কার করার অঙ্গিকার করে।’
শিক্ষকদের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘আপনারা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করে তুলবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তিন দিনে একদিন জমা পানি ফেলে দিতে হবে। জমে থাকা পরিষ্কার পানিতেই এডিসের লার্ভা জন্মায়।’ ‘
ডিএনসিসি আওতাধীন এলাকায় এডিস মশার উৎস খুঁজতে ড্রোনের মাধ্যমে ১লাখ ২৮হাজার বাড়ির ছাদ পরিদর্শন করা হয়েছে বলেও জানান তিনি। ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক প্রচারাভিযান শেষে মেয়র মো. আতিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্সে অনুষ্ঠেয় ডিএনসিসিতে অনলাইনে কর পরিশোধ বিষয়ক সচেতনতা কার্যক্রম পরিদর্শন করেন।# কাশেম