দূরবীণ নিউজ প্রতিবেদক :
এবার এডিস মশার জীবানু ডেঙ্গু কেড়ে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদ হোসেনের স্ত্রী দিলরুবা তালুকদার (৩৭)কে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ওয়ার্ড কাউন্সিলরের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।
অসহায় কাউন্সিলর মাকসুদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী সোমবার (৬ সেপ্টেম্বর)মারা যান। এর আগে তার স্ত্রীর করোনা হয়েছিল। তাদের দুই বছরের কন্যাসন্তান রয়েছে। তার স্ত্রীকে মেরাদিয়ায় কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি ছোট শিশু বাচ্চার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ছোট এই শিশুটি তার মায়ের ছবি আর ভিডিও দেখে, কিন্তু মাকে পায় না। মায়ের কথা মনে হলেই ছটফট করতে থাকে।
এদিকে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদ হোসেনের স্ত্রী দিলরুবা তালুকদারের মৃত্যু সংক্রান্ত বিষয়ে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছেরের সাথে রাত সাড়ে ৯ টায় যোগাযোগ করা হয়। তিনি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসের পক্ষ থেকে ৩ নম্বর ওয়ার্ড সম্মানিত মাকসুদ হোসেনের স্ত্রী দিলরুবা তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দু: খ প্রকাশ করেছেন। তিনি মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনা করেছেন। একই সাথে ওই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ছোট্ট শিশুটির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করছেন।
এদিকে আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করা হয়।
এতে বলা হয়, দিলরুবা তালুকদার মহসিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
# কাশেম