দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার (১৬ মে) দুপুর
১ টায় ডিএসসিসির নগর ভবনে সীমিত পরিসরে অনাড়ম্বর অনুষ্ঠানে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস । গণমাধ্যমকে এই তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি। কিন্তু সদ্য বিদায় হওয়া ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন নিজে নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের হাতে মেয়রের মহান দায়িত্বটা হস্তান্তর করেননি।
নতুন মেয়রের দায়িত্ব গ্রহণকালে নগরভবনে লেডি মেয়রসহ মহানগর আওয়ামী লীগ ঢাকা দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর নগর আওয়ামী লীগ নেতা মোরশেদ কামাল, ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন এবং কর্পোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। # কাশেম