দূরবীন নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মেসার্স বৈশাখী এন্টারপ্রাইজের মালিক একে এম মমিনুল হক সাঈদের বিরুদ্ধে ৪ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।
বুধবার (২০ নভেম্বর ) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
দুদক কর্মকর্তা জানান, আসামি ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মেসার্স বৈশাখী এন্টারপ্রাইজের মালিক একে এম মমিনুল হক সাঈদ অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবস্যাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে ওই অর্থ অর্জন করেন।
আসামির অর্জিত এসব টাকা ও সম্পদের বৈধ আয়ের কোনো উৎস দেখাতে পারেননি। আর এই অবৈধ সম্পদ তার জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ। তিনি নিজ এসব সম্পদ ভোগ দখলে রেখেছেন।
ফলে দুদক তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করেছে। এই মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো: আতাউর রহমান সরকার। #