দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নতুন ১৮টি ওয়ার্ডসহ আরো ৩৭টি ওয়ার্ডে একটি করে কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে এবং পুরনো ৬টি কমিউনিটি সেন্টার সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে ডিএসসিসির বিভিন্ন এলাকায় পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারকরণ কার্যক্রমের দ্বিমাসিক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মেয়র শেখ ফজলে নূর তাপস এই ঘোষণা দিয়েছেন।
ডিএসসিসি মেয়র বলেন, আমাদের নতুন ১৮টি ওয়ার্ডসহ যেসব ওয়ার্ডে সামাজিক কমিউনিটি সেন্টার (অনুষ্ঠান কেন্দ্র) নেই। ওইসব ওয়ার্ডে কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য আমরা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করে মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন।
তিনি বলেন, সব ওয়ার্ডেই নতুন করে পাঁচতলা কমিউনিটি সেন্টারের ভবন নির্মাণ করা হবে।ওইসব ভবনে একটি ফ্লোরে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয় থাকবে এবং আরেকটি ফ্লোরে “নগদ স্বাস্থ্যসেবা কেন্দ্র” থাকবে। যাতে করে সকল কার্যক্রমগুলো এক জায়গা থেকে হয় এবং যাতে মানুষ জানে, এই ওয়ার্ডের এই কার্যালয় ও সে কার্যালয়ে গেলেই কর্পোরেশনের সেবা নিশ্চিত হবে।
সভায় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদের সঞ্চালনায় সভায় ডিএসসিসির সচিব আকরামুজ্জামান, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, কাউন্সিলরবৃন্দ এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।/ প্রেস বিজ্ঞপ্তি