দূরবীণ নিউজ প্রতিবেদক :
সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার দায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির পরিচ্ছন্ন পরিদর্শক মো. রিজবী জামানকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৩ ডিসেম্বর ( বৃহস্পতিবার) ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, অঞ্চল-২ এর আওতাধীন ৬ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্ন পরিদর্শক মো. রিজবী জামানকে মাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম। তিনি আরো জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মচারী চাকরী বিধিমালা-২০১৯ এর ৪৯ (ক), (খ) ও (ঘ) উপবিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার দায়ে একই বিধিমালার ৫৫ এর (১) উপবিধি মোতাবেক চাকুরী থেকে সাময়িক বরখাস্থ করা হয়। উক্ত অফিস আদেশ অনুযায়ী সাময়িক বরখাস্তকালীন রিজবী জামান শুধুমাত্র বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন।
ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ক্ষেত্রে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। # প্রেস বিজ্ঞপ্তি ।